ডেক্সনিউজ: ১১ মে, ২০২০ ইং, সোমবার, বিকাল ৪টায় টাইগারপাস নগর ভবনে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়রকে বিভিন্ন দাবী উল্লেখ করে স্মারকলিপি প্রদান করেন।
কোভিড’১৯ এ সৃষ্ট মহামারী প্রতিরোধে দেশব্যাপী লক-ডাউনে নগরীর ৪১ ওয়ার্ডে কর্মহীন হতদরিদ্র সড়ক পরিবহন শ্রমিকদের সরকারীভাবে বরাদ্দকৃত ত্রানসহায়তা ও রেশনিং এর আওতায় আনা এবং ক্ষতিগ্রস্ত পরিবহন শ্রমিকদের শ্রমিক কল্যাণ ফাউন্ডেশন থেকে এককালীন অনুদান প্রাপ্তি ও প্রধানমন্ত্রী ঘোষিত বিশেষ প্রণোদনায় কর্তৃপক্ষের নিকট সুপারিশ করা, লক-ডাউন প্রত্যাহারের পূর্বেই শ্রম আইন ও গঠনতন্ত্র পরিপহ্নী কর্মকান্ড পরিচালনায় কল্যাণের নামে চাঁদাবাজি নিষিদ্ধ ঘোষনায় প্রজ্ঞাপন জারি করতে সুপারিশ করা, স্বাস্থ্যবিধি মেনে স্বল্পপরিসরে অটোরিকশা ও গনপরিবহন চালু এবং চট্টগ্রাম মেট্রো আরটিসি কমিটি থেকে চাঁদাবাজ সদস্যদের অপসারণ করতে কমিটি বাতিলপূর্বক পূনর্গঠন সহ ৫ দফা দাবি সংবলিত স্মারকলিপি প্রদান করছেন বৃহত্তর চট্টগ্রাম সড়ক পরিবহণ শ্রমিক ঐক্য পরিষদ নেতৃবৃন্দরা।
স্মারকলিপি গ্রহণকালে সিটি মেয়র শ্রমিকদের পক্ষে ঐক্য পরিষদের উত্থাপিত ৫-দফা দাবি যৌক্তিক এবং কর্মহীন সড়ক পরিবহণ শ্রমিকদের সরকারি বরাদ্ধকৃত সহায়তা নিশ্চিত করতে ওয়ার্ড ভিত্তিক তালিকা প্রদানের জন্য বলেন, যথা সময়ে স্বল্প পরিসরে অটোরিকশাসহ কিছু গণপরিবহণ চালু করতে স্বাস্থ্য মন্ত্রণালয়ের স্বাস্থ্যবিধি অনুসরণ করেই সড়ক পরিবহণ ও সেতু মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট অন্যান্য দপ্তরের নিকট দাবিগুলো বিবেচনায় নিতে সুপারিশের আশ্বাস প্রদান করেন।
এতে উপস্থিত ছিলেন সংগঠনের সদস্যসচিব উজ্জ্বল বিশ্বাস, যুগ্ম-আহ্বায়ক নজরুল ইসলাম খোকন, মোঃ ওসমান গনি, মো মনির হোসেন, দিলীপ সরকার, এয়ার মো খোকন, সুনিল দেবনাথ, সদস্য আব্দুল হালিম, বাবুল চৌধুরী, সাইফুল ইসলাম, বাবলু বিশ্বাস প্রমূখ।