ফিক্সিং এর অভিযোগে সব ধরণের ক্রিকেট থেকে ৬ বছরের জন্য নিষিদ্ধ আফগান উইকেটকিপার শফিকউল্লাহ শাফাক।
শফিকউল্লাহ আফগানিস্তান ক্রিকেট বোর্ডের দুর্নীতি দমন কোডের ২.১.১, ২.১.৩, ২.১.৪ ও ২.৪.৪ ধারা ভেঙেছেন। যেগুলোর মধ্যে আছে ফিক্সিং অথবা অন্য কাউকে অনপুযুক্ত উপায়ে প্রভাবিত করা, ঘরোয়া ম্যাচে ঘুষ বা পুরস্কার নেওয়ার মতো কর্মকান্ডে জড়িয়ে পড়া, যা ফলাফলে প্রভাব রাখতে পারে, অন্য কাউকে প্রভাবিত করা, দুর্নীতি দমন কমিশনকে এসব বিষয়ে অবহিত না করা।
তার বিরুদ্ধে অভিযোগ, ৩০ বছরের উইকেটকিপার-ব্যাটসম্যান একাধিকবার ম্যাচ গড়াপেটা করেছেন কিংবা গড়াপেটার চেষ্টা করেছেন। ২০১৮ সালে আফগানিস্তান প্রিমিয়ার লিগ টি-টোয়েন্টির উদ্বোধনী মরশুমে এবং পরের বছর বাংলাদেশ প্রিমিয়ার লিগে ফিক্সিংয়ের সঙ্গে নাম জড়ায় শাফকের। বিজ্ঞপ্তিতে আফগান বোর্ড তাই জানায়, জেন্টলম্যান্স গেমকে কলঙ্কিত করেছেন তিনি। এমনকী ঘরোয়া ক্রিকেটকেও প্রভাবিত করা চেষ্টা করেছেন।
দুর্নীতিদমন আইন ভঙ্গ করার শাস্তিস্বরূপই তাঁকে ৬ বছরের জন্য নির্বাসিত করার সিদ্ধান্ত নেয় আফগান ক্রিকেট বোর্ড।