একটার পর একটা চমক দিচ্ছেন দেশ সেরা ওপেনার ও সদ্যপ্রাপ্ত ওয়ানডে দলের অধিনায়ক তামিম ইকবাল। মরণব্যাধি মহামারী কোভিড-১৯ এ সারা বিশ্ব সহ বাংলাদেশে এখন দিন দিন আক্রান্ত সংখ্যা বেড়ে চলছে এবং বাড়ছে লকডাউন।
তার মধ্যে বিশ্ব মিডিয়াও এখন লকডাউনের কবলে ভার্চুয়াল মিডিয়ায় পরিণত হল। তারকারাও গৃহবন্দী। তাই সবাই কিছু না কিছু বিনোদন নিয়ে মেতে আছে। এতে খেলোয়াড়রাও থেমে নেই। মেসি-রোনালদো থেকে শুরু করে বিরাট কোহলি, ডেভিড ওর্য়ানার, কেভিন পিটারসেন সাথে যুক্ত হলেন তামিম ইকবালও।
এই ভার্চুয়াল মিডিয়ায় তামিম ইকবাল তার নিজের ভেরিফাইড ফেজবুক পেইজে প্রথমে লাভ আনেন মুশফিকুর রহিম, এরপর মাশরাফি বিন মর্তুজা। পরে আনলেন রুবেল, তাসকিন এবং গেস্ট হিসাবে ছিলেন নাসির হোসেন। তারপর তিনি বাংলাদেশ ক্রিকেটের পুরানো স্মৃতি গুলো জানতে আনলেন সিনিয়র ভাইদের। তাদের ছিলেন সাবেক অধিনায়করা হাবিবুল বশর, নাইমুর রহমান দুর্জয় এবং খালেদ মাহমুদ সূজন। তাদের সাথে লাইভে ভালই জমেছিল। প্রকাশ পায় দর্শকদের কাছে তাদের অজানা কথা গুলো।
তামিম ইকবাল সেদিন লাইভ শেষে দর্শকদের উদ্দেশ্যে বলেছিলেন একটা সারপ্রাইজের কথা। আজ তিনি তার ভেরিফাইড ফেজবুক পেইজে জানান সেই সারপ্রাইজের কথা। তিনি হলেন দক্ষিণ অফ্রিকার সাবেক অধিনায়ক এবং দলের অন্যতম সেরা ব্যাটসম্যান ফ্যাফ ডু প্লেসিস।
১৩ মে (বুধবার) বাংলাদেশ সময় রাত ১০.৩০টায় এই লাইভটি করবেন বলে আজ বিকালে তামিম ইকবাল ফেজবুকে একটি পোস্ট দেন।
https://www.facebook.com/TamimOfficial/posts/3250782004933621
টিআমিন