ওসমান আল হুমাম, কক্সবাজার সংবাদদাতা: কক্সবাজারের টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের উত্তর শীল খালী এলাকার সন্ত্রাসী হামলায় ঢাকা বিশ্ববিদ্যালয় ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের দুই ছাত্র গুরুতর আহত হয়েছে বলে জানা যায় । আহত ছাত্র দুই সহোদর ।
৭ মে বৃহস্পতিবার মাগরিবের নামাজ পড়ে মসজিদ থেকে বের হওয়ার পরপরই এই হামলার শিকার হন তারা।আহতদের টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করা হয়েছে।
সরেজমিনে জানা যায়, বাহারছড়া উত্তর শীল খালী এলাকার মৃত জাফর আলমের দুই ছেলে পাশ্ববর্তী মসজিদে মাগরিবের নামাজ শেষে মসজিদ থেকে বের হওয়ায় সাথে সাথেই এই সন্ত্রাসী হামলার শিকার হন।
আহতরা হলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজ বিজ্ঞান ৪র্থ বর্ষের শিক্ষার্থী সেলিম উল্লাহ ও তার বড় ভাই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সম্মান ইতিহাস বিভাগের ৪র্থ বর্ষের শিক্ষার্থী আজিজ উল্লাহ। স্থানীয় লোকজন আহত দুই সহোদরকে উদ্ধার করে টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করা হয়েছে।
আহত বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী আজিজ উল্লাহ জানান, মসজিদে নামাজ পড়ে বের হওয়ার পরপরই কিছু বুঝে উঠার আগে ধারালো দেশীয় ধারালো অস্ত্র দা, ছুরি ও ইট নিয়ে স্থানীয় ইয়াবা ডন খ্যাত সোনালী মেম্বারের নেতৃত্বে রহিম উল্লাহ, হেলাল উদ্দিন, ফায়সালসহ ৭/৮ জন তাদের উপর হামলা করে।
তিনি বলেন, ইয়াবা ডন সোনালী মেম্বারের নেতৃত্বে ৭/৮ জন দুবৃত্ত তাদেরকে চারদিক থেকে ঘিরে ফেলে এবং এলোপাতাড়ি মারধর ও কুপিয়ে গুরুতর আহত করেন।সোনালী মেম্বার আত্মস্বীকৃত ও আত্মসমর্পনকারী মো. আবু ছৈয়দ এর বাবা।
তিনি আরো জানান, আমাদের স্বত্ত্ব দখলীয় জমির উপর দিয়ে জোর করে স্থানীয় ইয়াবা ডন সোনালী মেম্বার প্রভাব খাটিয়ে ব্যক্তিগত একটি রাস্তা নির্মাণ করেছে, এনিয়ে প্রতিবাদ করায় এবং সম্প্রতি করোনা পরিস্থিতিতে সরকারী ত্রাণ চুরির বিষয়ে কথা বলার জের ধরে ক্ষুব্ধ হয়ে পরিকল্পিত ভাবে এই হামলার ঘটনাটি ঘটিয়েছে।
অভিযুক্ত মেম্বারের সাথে অভিযোগের বিষয়ে জানতে মোবাইলে যোগাযোগ করার চেষ্টা করলে মোবাইল বন্ধ পাওয়া যায়।
ভিকটিম পক্ষ বলেন, ঘটনাটি টেকনাফ থানার ওসিকে জানানো হয়েছে। এব্যাপারে মামলার প্রক্রিয়া চলছে বলে জানান তিনি।