মোঃ ফখর উদ্দিন, নোয়াখালী প্রতিনিধিঃ নোয়াখালীর সেনবাগ উপজেলার ৪ নং কাদরা ইউনিয়নের জামালপুর গ্রামে করোনা উপসর্গ নিয়ে কবির আহম্মদ (৩৩) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। ঘটনায় তার বাড়ীটি লাকডাউন ঘোষণা করা হয়েছে।
বৃহস্পতিবার সকালে মৃত কবির আহম্মদের বাড়ীটি লকডাউন ঘোষণা করেন সেনবাগ উপজেলা নির্বাহী অফিসার সাইফুল ইসলাম মজুমদার।
তিনি বলেন, মৃত ব্যক্তির করোনা উপসর্গ থাকায় তিনিসহ তার মা, স্ত্রী ও মেয়ের শরীর থেকে নমুনা সংগ্রহ করা হয়েছে। বাড়ীটির ৭টি পরিবারের ২৬ জন সদস্যকে হোম কোয়ারেন্টাইনে থাকার নির্দেশ দেওয়া হয়েছে। মৃত ব্যক্তির করোনা ছিলো কিনা নমুনা রিপোর্ট আসলে জানা যাবে।
জানা গেছে, সেনবাগ উপজেলার কাদরা ইউনিয়নের উত্তর জামালপুর গ্রামের আজিজ মৌলভী বাড়ীর জালাল আহম্মদের ছেলে কবির আহম্মদ গত কয়েকদিন ধরে অসুস্থ ছিলেন।
গত ৬ মে বুধবার বিকেলে তার পরিবারের লোকজন মুমূর্ষু অবস্থায় তাকে প্রথমে ফেনীর একটি হাসপাতালে ও পরে অবস্থার অবনতি হলে চট্টগ্রাম নেওয়ার পথে সন্ধ্যা ৭টার দিকে তার মৃত্যু হয়। মৃত কবির আহম্মদ চট্টগ্রামে জুতার কারখানায় চাকরি করতেন এবং গত দেড় মাস আগে বাড়ীতে এসেছিলেন বলে জানা গেছে।