শুভ বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে নগরীতে বসবাসরত বৌদ্ধ ধর্মাবলম্বীসহ নগরবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন চট্টগ্রাম মহানগর আওয়ামীলীগের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ও চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত মেয়র পদপ্রার্থী, বীর মুক্তিযোদ্ধা মো. রেজাউল করিম চৌধুরী।
সংবাদমাধ্যমে পাঠানো বিজ্ঞপ্তিতে তিনি বলেন, চট্টগ্রামের বৈচিত্রপূর্ণ, শান্তিময় পরিবেশ ধর্মযাজক, ধর্ম প্রচারক ও সাধকদের কাছে আকর্ষণের জায়গা হিসেবে বিবেচিত হয়। তাই এখানে মুসলিম, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, জৈন প্রভৃতি ধর্মীয় জাতিগোষ্ঠী ও সম্প্রদায়ের লোকজনের শান্তিপূর্ণ অবস্থান লক্ষ্যণীয়। আবহমানকাল থেকে বৌদ্ধ ধর্মাবলম্বীরা চট্টগ্রামের ইতিহাস, ঐতিহ্য, কৃষ্টি ও সংস্কৃতিতে অন্যতম স্থান নিয়ে আছে। মহামতি গৌতম বুদ্ধ ধর্মপ্রচারে চট্টগ্রামে এসেছিলেন বলে ইতিহাস পর্যালোচনায় উঠে আসে। পটিয়ার চক্রশালা ও রামকোট এখনো সে স্মৃতি ধারণ করে আছে। বৌদ্ধ ভিক্ষুদের দ্ধারা পরিচালিত চট্টগ্রামের প-িত বিশ্ববিদ্যালয় একসময় সমগ্র এশিয়া অঞ্চলসহ বিশ্বের শিক্ষা সম্প্রসারণে ব্যাপক ভূমিকা রেখেছিল। চট্টগ্রামের অন্যান্য সকল ধর্মাবলম্বীদের মত বৌদ্ধরা তাদের ধর্মীয় উৎসবসমূহ শান্তিপূর্ণ ও যথাযথ মর্যাদায় পালন করে আসছে।
ত্রিস্মৃতি বিজড়িত বুদ্ধ পূর্ণিমা হল তার প্রধানতম। কিন্তু, এ বছর অদৃশ্য এক ভাইরাসে গোটা বিশ্ব স্থবির হয়ে পড়েছে। করোনা ভাইরাসের আক্রমণকে বিশ্ব মহামারী ঘোষণা দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। বিশ্বের এ সংকটাপন্ন অবস্থার প্রভাব ধর্মীয় কর্মকা-েও বিরাজ করছে। সকল ধর্মানুরাগীরা মসজিদ, মন্দির, উপাসনালয়ে জড়ো হওয়ার পরিবর্তে নিজেদের ঘরে থেকেই ধর্ম প্রতিপালন করছে। প্রেক্ষিত বিবেচনায় বুদ্ধ পূর্ণিমা উদযাপনের ক্ষেত্রেও বৌদ্ধদের ঘরে থেকে পালন করার সিদ্ধান্ত ধন্যবাদযোগ্য। অচিরেই বাংলাদেশসহ সমগ্র বিশ্ব করোনামুক্ত হোক-এ প্রত্যাশায় সকলকে জানাই বুদ্ধ পূর্ণিমার মৈত্রীময় শুভেচ্ছা।