নিউজডেক্স: চট্টগ্রামে জাতীয় পার্টির ছাত্রসংগঠন মহানগর ছাত্র সমাজের উদ্যোগে দুস্থ-কর্মহীন ও ভাসমান জনসাধারণের মাঝে ইফতার বিতরণ করা হয়।
৩০ মার্চ ২০২০ নগরীর চকবাজারস্থ জাতীয় পার্টির দলীয় প্রধান কার্যালয় থেকে ইফতার বিতরন কার্যক্রমের সূচনা করা হয়।
ইফতার বিতরণ কার্যক্রমে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর জাতীয় পার্টির সভাপতি আলহাজ্ব সোলায়মান আলম শেঠ। ইফতার কার্যক্রম উদ্ভোধনকালে সোলায়মান আলম শেঠ নগর ছাত্র সমাজের এই মহতি উদ্যোগের ভূয়সী প্রশংসা করে কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং অন্যান্য সংগঠনের প্রতি অসহায় সাধারন মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানান।
চট্টগ্রাম মহানগর জাতীয় ছাত্র সমাজের সভাপতি নজরুল ইসলাম বলেন, ক্ষুধার্ত দরিদ্র অসহায় মানুষ বোঝে না করোনা ভাইরাস কি, তাদের জন্য অবিরাম ভালবাসা। চট্টগ্রাম মহানগর জাতীয় ছাত্র সমাজ এর স্বার্থকতা এখানেই।
চট্টগ্রাম মহানগর জাতীয় ছাত্র সমাজের সভাপতি নজরুল ইসলামের সভাপতিত্বে ও কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক আতা-ই-রাব্বি তানভীর এর সঞ্চালনায় ইফতার বিতরণ কার্যক্রমে আরও উপস্থিত ছিলেন, জাতীয় ছাত্রসমাজের কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি ইঞ্জিঃ ইরশাদুল হক সিদ্দিকী, রাশেদুল হক খোকন, নগর ছাত্রসমাজের সহ সভাপতি হাসানউদ্দিন আজীজি, প্রচার সম্পাদক আরাফাত আলম কচি, অর্থ সম্পাদক মামুন মিয়াজী, সমাজ কল্যান সম্পাদক মারুফ, সাংস্কৃতিক সম্পাদক খোরশেদ অভিসহ অন্যান্য নেতৃবৃন্দ।