সারা বিশ্বে করোনা ভাইরাস সংক্রমণে চীন ও ইতালীকে টপকে শীর্ষ অবস্থানে আছে মার্কিন যুক্তরাষ্ট্র। বিশ্বের সবচেয়ে শক্তিশালী দেশ হিসেবে খ্যাত যুক্তরাষ্ট্রে আক্রান্তের সংখ্যা প্রায় আট লক্ষ, মৃতের সংখ্যাও প্রায় অর্ধলক্ষ।যুক্তরাষ্ট্র জুড়ে এখন নিয়মিত মৃত্যুর মিছিল ও চারদিকে স্বজন হারানোর বেদনা।
করেনা সংক্রমণের প্রভাবে দেশের অর্থনীতিও স্থবির। যুক্তরাষ্ট্রের নাগরিক বেকার হয়ে যাচ্ছে হাজার হাজার। এই অবস্থায় নাগরিকদের চাকুরির সুবিধা দিতে নতুন অভিবাসন নীতি ঘোষনা করতে যাচ্ছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সাময়িকভাবে অভিবাসন বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে প্রেসিডেন্ট।
এক টুইট বার্তায় তা নিশ্চিত করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। টুইটে লিখেন “In light of the attack from the Invisible Enemy, as well as the need to protect the jobs of our GREAT American Citizens, I will be signing an Executive Order to temporarily suspend immigration into the United States!” অর্থাৎ “অদৃশ্য শত্রুর আক্রমণ থেকে বাঁচতে এবং আমাদের মহান আমেরিকান নাগরিকদের কর্মসংস্থান রক্ষার প্রয়োজনীয়তা উপলব্ধি করে, আমি মার্কিন যুক্তরাষ্ট্রে অস্থায়ীভাবে অভিবাসন স্থগিত করার একটি আদেশে স্বাক্ষর করব।”
আমেরিকান নাগরিকদের স্বার্থ সুরক্ষার জন্য এই সিদ্ধান্ত দাবী করে প্রেসিডেন্ট। ভাইরাসের প্রভাবে লকডাউন ঘোষনাতে সারাদেশের অর্থনীতির নাজুক অবস্থা। বেকার হচ্ছে প্রতিদিন হাজার হাজার চাকুরীজীবী। গতমাসে বেকারত্বের সুবিধা দাবী করেছিল ২২ মিলিয়ন। এপ্রিলে এসংখ্যা লাফিয়ে বাড়ছে। ১৯৪৬ সালের পর এমন পরিস্থিরি মুখোমুাখি হয়নি, শক্তিশালী এই দেশটি। লকডাউনে বন্ধ হয়ে গেছে ছোট বড় সব ব্যবসা প্রতিষ্টান। চাকুরির বাজার বন্ধ তথা সংকুচিত হয়ে পড়ছে।
আগামী নভেম্বরে প্রেসিডেন্ট নির্বাচন আমেরিকায়। তিনি আশাবাদ ব্যক্ত করেন পুন নির্বাচিত হওয়ার। নির্বাচন পূর্বমুহুর্ত বিশ্বব্যাপি করোন সংক্রমণের ভয়বহতার থাবা, মার্কিন যুক্তরাষ্ট্রে প্রবলভাবে আঘাত হেনেছে। প্রেসিডেন্ট এর পূর্ব পরিকল্পনার দিকে আঙ্গুল তুলছেন অনেকে।বর্তমান পরিস্থিতিতে প্রেসিডেন্ট এর ভূমিকা নিয়েও প্রশ্ন তুলছেন মার্কিন নাগরিকরা।
তাই সব রাগ ঝাড়ছেন খোদ বিশ্ব সাস্থ্যসংস্থার সাথে। এমনকি বিভিন্ন রাজ্য গভর্ণরদের সাথেও দন্ধে জড়িয়ে পড়েছেন তিনি।
যদিও মার্কিন প্রেসিডেন্ট অর্থনীতির চাকা সচল করতে লকডাউন খুলে দেওয়ার কথা বললেও দিন দিন অবস্থা অবিনতির দিকে যাচ্ছে পরিস্থিতি। আক্রান্ত ও মৃত্যুর মিছিল ক্রমে বড় হচ্ছে।