১৮/০৪/২০২০শনিবার কোতোয়ালী থানায় স্মরণিকা কমিউনিটি সেন্টারে সিএমপির দক্ষিণ বিভাগের উদ্যোগে কেএসআরএম এর সহায়তায় আয়োজিত হয় পত্রিকার অসচ্ছল হকারদের মাঝে ঘরে ঘরে খাদ্য সামগ্রী বিতরণ কার্যক্রম। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে উক্ত কার্যক্রমের উদ্বোধন করেন উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) জনাব এসএম মেহেদী হাসান, বিপিএম (বার), পিপিএম (বার) ।
এ কার্যক্রমের আওতায় চট্টগ্রাম নগরীতে করোনার প্রাদুর্ভাবে পত্রিকার অসচ্ছল হকার ৩৫০ (তিনশত পঞ্চাশ) পরিবারকে ০৭ কেজি চাল, ০২ কেজি আলু, ০.৫ কেজি লবন, ০১ লিটার সয়াবিন তৈল, ০১ কেজি ডাল, ০.৫ কেজি রসুন সহ সর্বমোট ১২ কেজি খাদ্য দ্রব্য ও নিত্যপ্রয়োজনীয় সামগ্রী প্রত্যেকের বাসায় বাসায় গিয়ে বিতরণ করা হবে।
সিএমপির দক্ষিণ বিভাগের উপ-পুলিশ কমিশনার জনাব এসএম মেহেদী হাসান, বিপিএম (বার), পিপিএম (বার) হকার সমিতি নেতৃবৃন্দের কাছে তা আনুষ্ঠানিক হস্তান্তর করেন।
এসময় অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার(দক্ষিণ)জনাব শাহ মোঃ আব্দুর রউফ, চট্টগ্রাম প্রেসক্লাব সাধারণ সম্পাদক চৌধুরী ফরিদ, কেএসআরএমের মিডিয়া অ্যাডভাইজার মিজানুল ইসলাম, চিটাগাং সংবাদপত্র হকার্স বহুমুখী সমবায় সমিতি লিমিটেডের সভাপতি মো. ইউসুফ আলী, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম লিটন সহ পুলিশের অন্যান্য ঊধ্বর্তন কর্মকর্তাবৃন্দ প্রমুখ উপস্থিত ছিলেন।