বাংলা জান বাংলা প্রাণ সাকিব আল হাসান, বির্তকতা যেন তার পিছু ছাড়ছেনা। আগেই একবার শৃংঙ্খলা ভঙ্গে দায়ে নিষিদ্ধ হয়েছিলন তিনি। এবার তাকে নিষিদ্ধ হতে হয়েছে ম্যাচ ফিক্সিংয়ের প্রস্তাব পাওয়ার পর তা গোপন করার কারণে দুই বছরের জন্য নিষিদ্ধ করেছে আইসিসি, যার মধ্যে এক বছরের শাস্তি দোষ স্বীকার করায় স্থগিত থাকবে। এই শাস্তির ফলে ২০২০ সালের ২৯ অক্টোবর পর্যন্ত কোনো ধরনের ক্রিকেটে খেলতে পারবেন না সাকিব আল হাসান।
আজ মঙ্গলবার বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসি এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ নিষেধাজ্ঞার কথা জানিয়েছেন।
২০১৮ সালের জানুয়ারিতে ঘরের মাঠে অনুষ্টিত ত্রিদেশীয় সিরিজে শ্রীলঙ্কা ও জিম্বাবুয়ের চলাকালে ফিক্সিংয়ের এ প্রস্তাব পান সাকিব আল হাসান। পরবর্তীতে সে বছরেরই আইপিএলে সানরাইজার্স হায়দরাবাদ-কিংস ইলেভেন পাঞ্জাব ম্যাচের আগেও তাকে ফিক্সিংয়ের প্রস্তাব দেন জুয়াড়িরা।
এদিকে সাকিব আল হাসান বিসিবির এক প্রেস বিফ্রিংয়ে নিজের ভূলের কথা স্বীকার করে আইসিসির এ শাস্তি মেনে নিলেন। তিনি আরো বলেন, ক্রিকেট আমার প্রিয় খেলা তা থেকে নিজের দোষে নিষিদ্ধ হতে হওয়ায় খুব মর্মাহত হয়েছেন এবং ভক্তদেরকে তার সুসময়ে যেমন সাপোর্ট করেছিল তেমনি দুরসময়েও সাপোর্ট থাকার জন্য বলেছেন।
আইসিসির অফিসিয়াল টুইটার একাউন্টে এক টুইটে তার বিরুদ্ধে আনা অভিযোগ গুলো উল্লেখ করেন।