Sat, June 3, 2023
রেজি নং- আবেদিত

অর্থ নয়, যৌনকর্মের বিনিময়ে মাছ কেনেন তাঁরা!

পাঁচ সন্তানের জননী ৩২ বছরের রাচেল আটিনো এমনই একজন নারী৷ বছর দশেক আগে স্বামী মারা যাওয়ার পর সংসার চালাতে তাঁকে ‘জাবোয়া’র পথ বেছে নিতে হয়েছিল৷ স্থানীয়ভাবে ব্যবহৃত জাবোয়া শব্দের মানে হচ্ছে ‘সেক্স-ফর-ফিশ’, মাছের জন্য যৌনকর্ম৷

সিয়াইয়া রাজ্যের জেলেরা সারারাত ধরে ভিক্টোরিয়া হৃদে মাছ ধরার পর সকালে বিক্রি করেন৷ তবে নারী ক্রেতাদের মধ্যে অর্থের বিনিময়ে মাছ কিনছেন, এমনটা কমই দেখা যায়৷ বরং বেশিরভাগ নারীকে সেক্স বিনিময় করতে দেখা যায়৷ কারণ অর্থ দিয়ে মাছ কেনার মতো সামর্থ্য তাঁদের থাকে না৷ আটিনো বলেন, ‘‘অনেকক্ষেত্রে দেখা যায়, যে নারীরা যৌনকর্ম করতে প্রস্তুত তাদেরকে ভালো মানের মাছ দেন জেলেরা৷”

আটিনো থাকেন আবিম্বো গ্রামে৷ সেখানকার অনেক নারীই জাবোয়ার মাধ্যমে জীবিকা নির্বাহ করেন৷ আটিনো বলেন, ‘‘জাবোয়া সবসময়ই থাকবে৷ আগের চেয়ে বরং এর ব্যবহার বেড়েছে৷ কারণ দারিদ্র্যের কারণে মেয়েদের আর অন্য কোনো উপায় নেই৷”

অবশ্য আটিনোকে এখন আর জাবোয়ায় অংশ নিতে হচ্ছে না৷ কারণ একটি এনজিও ঐ এলাকার নারীদের সহায়তায় এগিয়ে এসেছে৷ তাঁরা নারীদের প্রশিক্ষণ দিয়ে ঋণ দেন৷ ঐ অর্থ বিনিয়োগের মাধ্যমে লাভবান হলে নারীরা তা ফেরত দিয়ে আরও বড় অংকের ঋণ পান৷

‘চ্যালেঞ্জ আফ্রিকা’ নামের ঐ এনজিওর কাছ থেকে ৫০ ডলার ঋণ পেয়েছেন আটিনো৷ সেই অর্থ দিয়ে মাছ কিনে এখন সেগুলো শুকাচ্ছেন৷ তারপর সেগুলো বিক্রি করবেন৷ এছাড়া গ্রামের নিকটবর্তী সোনার খনিতে শ্রমিকদের জন্য রান্নার কাজও করেন আটিনো৷

চ্যালেঞ্জ আফ্রিকার কান্ট্রি ডিরেক্টর এডউইন ওগিলো বলেন, তাঁরা অসহায় নারীদের দক্ষতা বাড়াতে প্রশিক্ষণ দেন৷ সেখানে যাঁরা ভালো করেন তাঁদের ঋণ দেয়া হয়৷ এই প্রকল্পের আরেকটি লক্ষ্য, ঐ এলাকায় এইচঅাইভির প্রসার কমানো৷ কারণ সিয়াইয়ার প্রতি চারজনের একজন এই ভাইরাসে আক্রান্ত, যেটা এইডসের জন্য দায়ী৷ সেক্স-ফর-ফিশের কারণে এইচআইভির প্রসার আরও বাড়ছে বলে মনে করেন ওগিলো৷

জেডএইচ/ডিজি (থমসন রয়টার্স ফাউন্ডেশন)

 

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email

এই সম্পর্কীত আরো সংবাদ পড়ুন

সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া ভিডিও নিয়ে নিজের অবস্থান ব্যাখ্যা করেছে তিশা

টিভি নাটকের জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশা। মঙ্গলবার (৩০ মে) অভিনেতার শরিফুল রাজের সামাজিক যোগাযোগমাধ্যমে একটি

বিস্তারিত »

জাবিতে জঙ্গলে ডেকে নিয়ে র‌্যাগিংয়ের অভিযোগ, মারেন জুতা ছুড়েও

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) প্রাণিবিদ্যা বিভাগের দ্বিতীয় বর্ষের (৫০তম ব্যাচ) শিক্ষার্থীদের বিরুদ্ধে প্রথম বর্ষের (৫১তম ব্যাচ)

বিস্তারিত »

দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়নে বাংলাদেশ-চীন আরও মনোযোগী হওয়া উচিত: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা চীনকে বাংলাদেশের অন্যতম প্রধান উন্নয়ন সহযোগী উল্লেখ করে বলেছেন, দ্বিপাক্ষিক সম্পর্কের মূল

বিস্তারিত »
  • সর্বশেষ
  • জনপ্রিয়
  • Tags

আর্কাইভ

Categorized Tag Cloud