জয়পুরহাটে পাঁচবিবি উপজেলায় শ্বশুর বাড়ির চারজনকে গলা কেটে হত্যার অভিযোগে মেয়ে জামাইকে আটক করেছে পুলিশ। এ ঘটনায় আহত হয়েছে তার স্ত্রী।
শনিবার ভোররাত সাড়ে চারটার দিকে এই হত্যাকাণ্ড ঘটে বলে জানিয়েছে পুলিশ।
পুলিশ জানায়, স্ত্রী সিলভিয়া সঙ্গে ৭ বছর আগে বিয়ে হয় সুমন হেমব্রমের। বিয়ের পর থেকেই সে ঘর জামাই হিসেবে থাকতো। স্ত্রী সিলভিয়ার সঙ্গে অন্য কারো সঙ্গে অনৈতিক সম্পর্ক রয়েছে, এই সন্দেহে দু’জনের মধ্যে দাম্পত্য কলহ চলে আসছিল। এরই জেরে আজ নিজ শিশু সন্তান, শাশুড়ি, শ্যালিকা ও ফুপা শ্বশুরকে গলা কেটে হত্যা করে সে। এ সময় স্ত্রীকে অস্ত্র দিয়ে কুপিয়ে আহত করে সে।
পরে বিষয়টি টের পেয়ে এলাকাবাসী তাকে আটক করে পুলিশ সোপর্দ করে। আহত সিলভিয়াকে উদ্ধার করে আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে। আটকের পর সুমন এ হত্যাকাণ্ডের কথা স্বীকার করেছে বলে জানিয়েছে পুলিশ।