রাজধানীর রামপুরায় আত্মীয়ের বাসায় স্বামীসহ বেড়াতে এসে গণধর্ষণের শিকার হয়েছেন এক নারী। এ ঘটনায় ২ জনকে গ্রেফতার করেছে রামপুরা থানা পুলিশ।
পুলিশ এবং নির্যাতিতের আত্মীয়রা জানান, রোববার সকালে ধর্ষণের শিকার নারী তার স্বামীর সাথে খালা শাশুড়ির বাসায় বেড়াতে আসেন। রামপুরার এ বাসায় এসে এলাকার প্রায় ১০-১২ জন ছেলে তারা স্বামী-স্ত্রী নয় বলে হুমকি দিতে শুরু করেন।
স্বামী-স্ত্রী সেজে অবৈধ কাজের অভিযোগ করে এক পর্যায়ে তারা টাকা দাবি করে। টাকা না দিলে স্বামীকে তুলে নিয়ে গিয়ে পাশের একটি নির্মাণাধীন ভবনে বেধে রেখে মারধোর শুরু করে। আর সেই আত্মীয়ের বাসায় থাকা গৃহবধূকে প্রায় ১০ থেকে ১২ জন গণ-ধর্ষণ করে। এ ঘটনায় রামপুরা থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।