নারায়ণগঞ্জের পাগলা এলাকার একটি রেলক্রসিং এ ট্রেনের ধাক্কায় লেগুনার চার যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত আরো ১২ জনকে ঢাকা মেডিকেলে ভর্তি করা হয়েছে। সোমবার রাত সাড়ে ১০ টার দিকে পাগলার ভাঙারপুলের একটি দিয়াশলাই তৈরির কারখানা সংলগ্ন রেলক্রসিং এ এই দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানায়, যাত্রী বহনকারী লেগুনাটি রেলক্রসিং অতিক্রম করার সময় সেটি বন্ধ হয়ে যায়। এ সময় সজোরে ট্রেনটি ধাক্কা দিলে গাড়িটি ধুমরে মুচড়ে যায়।
এতে ঘটনাস্থলে এক যাত্রী মারা যান। আহত ১৫ যাত্রীকে ঢাকা মেডিকেলে আনা হলে সেখানে মারা যান আরো তিনজন।