বগুড়া-রংপুর মহাসড়কে ট্রাকের ধাক্কায় পিকআপ চালকসহ দুই জন নিহত হয়েছেন। মঙ্গলবার ভোর সাড়ে ৫টার দিকে মহাসড়কে বগুড়া সদরের বাঘোপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন-জয়পুরহাট জেলার বাসিন্দা পিকআপ চালক আসাদুজ্জামান (২৫) ও বগুড়া সদরের মহিষবাথান গ্রামের জনাব আলীর স্ত্রী হোটেল বাবুর্চি রাহেলা বেগম (৩০)। প্রত্যক্ষদশীরা জানায়, নীলফামারীর ডোমার থেকে বালু বোঝাই একটি ট্রাক বগুড়ার দিকে যাচ্ছিল। ভোর সাড়ে ৫টার দিকে বাঘোপাড়া বাজারের কাছে ট্রাকটি বিপরীতমুখি পিকআপের সামনের ডানপার্শ্বে ধাক্কা দেয়। এরপর ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পার্শ্বে একটি হোটেলে ঢুকে পড়ে। ট্রাকের ধাক্কায় পিকআপ চালক আসাদুজ্জামান ও হোটেলে ট্রাকটি ঢুকে পড়ায় সেখানে অবস্থানরত বাবুর্চি রাহেলা ট্রাকের নিচে চাপা পড়ে নিহত হন।
হাইওয়ে পুলিশের উপ-পরিদর্শক (এসআই) আব্দুল কাদের জানান, সকাল সাড়ে ৮টা পর্যন্ত ট্রাকে নিচে চাপা পড়ে থাকা রাহেলা বেগমের লাশ উদ্ধার করা যায়নি। ট্রাক ও পিকআপটি আটক করা হয়েছে।