যুক্তরাজ্যে ছয় দিন সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৃহস্পতিবার সকাল ১০টা ৮ মিনিটে সিলেট এমএজি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে যাত্রাবিরতি করেন তিনি।
ঘণ্টাখানেক সময় সিলেট আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। দলকে ঐক্যবদ্ধ রেখে সঠিকপথে পরিচালিত করা এবং সরকারের বিভিন্ন সাফল্য জনসাধারণের কাছে পৌঁছে দেওয়ার জন্য প্রয়োজনীয় দিকনির্দেশনাও দেবেন তিনি। পরে ঢাকার উদ্দেশে রওনা হবেন।