Fri, February 3, 2023
রেজি নং- আবেদিত

পবিত্র রমজান উপলক্ষে শুভেচ্ছা জানিয়ে প্রধানমন্ত্রীকে মোদির ফোন

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি  বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফোন করেছেন। লন্ডন সফররত প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ মঙ্গলবার সকালে ভারতীয় প্রধানমন্ত্রীর ফোন পান।

প্রধানমন্ত্রীর প্রেস সচিব এ কে এম শামীম চৌধুরী সাংবাদিকদের বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ফোন করে পবিত্র রমজান মাস উপলক্ষে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে এবং বাংলাদেশের জনগণকে শুভেচ্ছা জানিয়েছেন।

শেখ হাসিনা জবাবে পবিত্র রমজান পালনে ভারতের মুসলিম সম্প্রদায়ের প্রতি শুভেচ্ছা জানান বলে জানান এ কে এম শামীম চৌধুরী। এ সময় ভারতের প্রধানমন্ত্রী তাঁর বাংলাদেশ সফরকালে বর্ণাঢ্য অভ্যর্থনা প্রদানের জন্য শেখ হাসিনাকে ধন্যবাদ জানান।

বার্তা সংস্থা বাসস জানায়, আগামী বৃহস্পতিবার নতুন চাঁদ দেখা সাপেক্ষে রমজান মাস শুরু হবে।

চলতি মাসের ৬ ও ৭ জুন নরেন্দ্র মোদি দুই দিনের সফরকালে দুই দেশের ছিটমহল বিনিময়ের জন্য স্থলসীমান্ত চুক্তি অনুমোদনের নথি হস্তান্তর করেন। সফরে সময় আঞ্চলিক সহযোগিতা বৃদ্ধির জন্য ঢাকা ও নয়াদিল্লির মধ্যে অনেক চুক্তি ও সমঝোতা প্রস্তাবে স্বাক্ষর করে।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email

এই সম্পর্কীত আরো সংবাদ পড়ুন

পাতালরেলের নির্মাণ কাজের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

পাতালরেলের নির্মাণ কাজের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৃহস্পতিবার (২ ফেব্রুয়ারি) বেলা ১১টায় প্রধানমন্ত্রী শেখ

বিস্তারিত »