গোপন সংবাদের ভিত্তিতে সাভারের বিরুলিয়া থেকে ৫ টি অস্ত্র সহ ৪ জনকে আটক করেছে র্যাব। সোমবার বিকেলে রাজধানীর উত্তরায় র্যাব ১ এর কার্যালয়ে এক ব্রিফিং এ এসব তথ্য জানান র্যাব ১ এর অধিনায়ক লেফট্যানেন্ট কর্ণেল তুহিন মাসুদ।
তিনি বলেন, ‘চক্রের অন্যতম সদস্য আব্দুস সাত্তার স্বীকার করেছে, আস্ত্রর বেশিরভাগই সে ক্রয় করেছে এবং বাকি কয়েকটি আস্ত্র কয়েকজন সন্ত্রাসীর কাছ থেকে সংগ্রহ করেছে। এই অস্ত্রের ব্যবসার সাথে আসলে অনেকেই জড়িত, তারা সঠিক নামটি ব্যবহার করে না।
এসময় তিনি আরও বলেন, গ্রেফতারকৃত আসামীদেরকে আইনের কাছে সোপর্দ করবো এবং পলাতকদের ধরার প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি’।