টেকনাফের সীমান্ত এলাকা থেকে আনুমানিক দেড় কোটি টাকা মূল্যের ৫০ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শনিবার দিনগত রাত ১১টায় টেকনাফের সাবরং সীমান্ত এলাকা থেকে ইয়াবাগুলো উদ্ধার করে বিজিবি।
ঘটনার সত্যতা নিশ্চিত করে বিজিবি’র জনসংযোগ কর্মকর্তা মুহম্মদ মোহসিন রেজা জানান, পরিত্যক্ত অবস্থায় ইয়াবাগুলো উদ্ধার করা হয়। তবে এই ঘটনায় কাউকে আটক করা যায়নি। ইয়াবাগুলো সীমান্ত পথে বাংলাদেশে প্রবেশ করানো হয়েছে বলে ধারণা বিজিবির।