Sat, January 28, 2023
রেজি নং- আবেদিত

লক্ষ্মীপুরে শীর্ষ সন্ত্রাসী জসিম গুলিবিদ্ধ হয়ে নিহত

লক্ষ্মীপুরে পুলিশের তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী জসিম বাহিনীর প্রধান মোসলেহ উদ্দিন জসিম গুলিবিদ্ধ হয়ে নিহত হয়েছেন। পুলিশের দাবি বন্দুক যুদ্ধ। এ ঘটনায় জসিমের দুই সহযোগী ও ৬ পুলিশ সদস্য আহত হয়েছে। এছাড়া ঘটনাস্থল থেকে উদ্ধার করা হয় একটি বিদেশী পিস্তল, ৬ রাউন্ড গুলি ও একটি এলজিসহ দেশীয় অস্ত্র।

পুলিশ জানায়, সোমবার রাত ৯টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে সন্ত্রাসীদের ধরতে সদর উপজেলার বশিকপুর ইউনিয়নের বালাইশপুরে অভিযান চালানো হয়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে তাদের লক্ষ্য করে গুলি ছোঁড়ে সন্ত্রাসীরা। আত্মরক্ষার্থে পুলিশও পাল্টা গুলি ছুঁড়লে শুরু হয় বন্দুকযুদ্ধ। এক পর্যায়ে সন্ত্রাসীর পিছু হটতে শুরু করলে ঘটনাস্থলে গুলিবিদ্ধ অবস্থায় পড়ে থাকতে দেখা যায় জসিম ও তার দুই সহযোগী দেলোয়ার ও বেলজিয়াম সুমনকে। পরে তাদের উদ্ধার করে লক্ষ্মীপুর সদর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক জসিমকে মৃত ঘোষণা করেন।

জসিমের বিরুদ্ধে সদর থানা ও চন্দ্রগঞ্জ থানায় হত্যা, ডাকাতি অপহরণসহ ৩০ মামলা রয়েছে বলে নিশ্চিত করেছে পুলিশ।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email

এই সম্পর্কীত আরো সংবাদ পড়ুন

মসজিদুল হারাম ও মসজিদে নববীতে প্রশাসনিক উচ্চপদে নারীদের নিয়োগের সিদ্ধান্ত

সৌদি আরবের পবিত্র নগরী মক্কার মসজিদুল হারাম ও মদীনার মসজিদে নববীতে প্রশাসনিক উচ্চপদে নারীদের নিয়োগের

বিস্তারিত »