বরগুনার পিপুলিয়া বাজার এলাকা থেকে ২৪৫ পিস ইয়াবাসহ দুই ব্যক্তিকে আটক করেছে ৠাপিড অ্যাকশন ব্যাটেলিয়ানের (র্যাব-৮) সদস্যরা। সোমবার রাত সাড়ে ১০টার দিকে পাথরঘাটা উপজেলার রায়হানপুর ইউনিয়নের পিপুলিয়া বাজার এলাকা থেকে তাদের আটক করা হয়।
আটক ব্যক্তিরা হলেন পিরোজপুর মঠবাড়িয়া উপজেলার টিকিকাটা গ্রামের জালাল উদ্দিনের ছেলে রফিকুল ইসলাম ও মো. সলে মৃধার ছেলে রুহুল আমিন। র্যাব-৮ এর পটুয়াখালী ক্যাম্পের এএসপি নিজাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে রাতে ৠাবের একটি দল পিপুলিয়া বাজারে অভিযান চালায়। এ সময় মোটরসাইকেল আরোহীকে তল্লাশি করে ২৪৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
আটক ব্যক্তিদের জিজ্ঞাসাবাদের জন্য পটুয়াখালী ক্যাম্পে নিয়ে যাওয়া হয়েছে। জিজ্ঞাসাবাদ শেষে থানায় হস্তান্তর করা হবে বলেও জানান তিনি।