ঢাকা-শিলং-গোহাটি এবং কলকাতা-ঢাকা-আগরতলা রুটে বাস সার্ভিস উদ্বোধন করলেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
এসময় উপস্থিত ছিলেন ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিকেলে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এ বাস সার্ভিসের উদ্বোধন করা হয়।
এরপর শীর্ষ বৈঠকে অংশ নেয়ার কথা রয়েছে দুই প্রধানমন্ত্রী’র। বৈঠকের পর দু’দেশের প্রধানমন্ত্রীর উপস্থিতিতে বেশ কয়েকটি চুক্তি, সমঝোতা স্মারক ও প্রটোকল সই হওয়ার কথা রয়েছে। শীর্ষ বৈঠকে, অর্থনৈতিক ও ব্যবসায়িক সম্পর্ক বাড়ানোর লক্ষ্যে বাংলাদেশ ও ভারতের বিনিয়োগ সুগম করতে দুটি বিশেষায়িত অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠার বিষয়ে আলোচনা হবে বলে জানা গেছে।
এছাড়া, যোগাযোগ, অবকাঠামো ও সামাজিক খাতে উন্নয়নের জন্য বাংলাদেশকে নতুন করে ২০০ কোটি ডলারের ঋণ সহায়তা দেবে ভারত।