প্রধানমন্ত্রীর আন্তর্জাতিক বিষয়ক উপদেষ্টা ড. গওহর রিজভী মন্তব্য করেছেন নয়াদিল্লি ও কলকাতার মধ্যকার সম্পর্কের জটিলতা দূর হলেই তিস্তা চুক্তি সম্পন্ন হবে।
শুক্রবার সকালে জাতীয় প্রেসক্লাবে বাংলাদেশ-ইন্ডিয়া সিটিজেন সোসাইটি আয়োজিত আলোচনা সভায় তিনি বক্তব্য রাখেন। তিস্তা চুক্তি সম্পন্ন না হওয়া পর্যন্ত এ ব্যাপারে ভারত সরকারের চাপ অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
এসময় ড. গওহর রিজভী বলেন, ‘তিস্তা চুক্তি বাস্তবায়ন হতে আরো সময় লাগতে পারে। আমরা এ চুক্তির বিপরীতে আমাদের ন্যায্য পানি বুঝে নেবো। দিল্লি ও কলকাতার মধ্যকার সমস্যার সমাধান হলেই এ চুক্তি দ্রুত বাস্তবায়ন হবে।’