নড়াইলে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেলে বাবা-মেয়ের। এই ঘটনায় কমপক্ষে ছয়জন আহত হয়েছেন। বুধবার বেলা ১২টার দিকে যশোর-নড়াইল সড়কের রুপগঞ্জ বাজার এলাকার ডলফিন হোটেলের সামনের সড়কে এই দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- সদর উপজেলার মাইজপাড়া ইউনিয়নের রামেরস্বরপুর গ্রামের উকিল মুন্সী (৬০) ও তার মেয়ে খাদিজা খাতুন (৩০)।
আহতরা হলেন-খাদিজার মেয়ে ইভা (২), মহাসিন (২৮), জাহাঙ্গীর (৩০), আলমগীর (৩০), কুদ্দুস (৩৫) ও শিউলি (২৮)।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, যশোর থেকে ছেড়ে আসা একটি ট্রাক শহরের ডলফিন হোটেলের সামনের সড়কে পৌঁছালে অপরদিক থেকে ছেড়ে আসা যাত্রীবাহী ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে উকিল মুন্সী ও তার মেয়ে খাদিজা ঘটনাস্থলে নিহত হন। আহতদের নড়াইল সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ লুত্ফর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পুলিশ ট্রাকটি আটক করেছে।