
টেক জায়েন্ট Samsung আবার তার Metro সিরিজের ফোন ফিরিয়ে আনছে৷ডুয়েল সিমের সুবিধা যুক্ত Metro সিরিজের B350E মডেলটি বাজারে আনছে Samsung৷ নয়া এই মডেলটির ভারতের বাজারে দাম পড়বে ২ হাজার ৬৫০ টাকা৷Samsung-র নয়া এই ফোনটিতে ফ্রন্ট ক্যামেরা না থাকলেও ফোনটিতে ২ মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা আছে৷পাশাপাশি স্যামসাং নয়া এই ফোনটির ইন্টারনাল মেমোরির ক্ষেত্রে বিশেষ নজর দিয়েছে৷ Metro সিরিজের নয়া এই মডেলেটির ইন্টারনাল মেমোরি ৩২ জিবি৷ তবে ব্যবহারকারী চাইলে এই মেমোরিকে মাইক্রো এসডি কার্ডের মাধ্যমে ৬৪জিবি পর্যন্ত বাড়াতে পারবেন৷ এছাড়া এই ফোনে রয়েছে ১২০০ এমএএইচ ব্যাটারি৷ একাধিক রঙে দেশের বাজারে নয়া এই ফোনটি পাওয়া যাবে৷স্যামসাংয়ের তরফে আশা, নয়া এই মডেলটির কম বাজেটের মোবাইল ফোন ব্যবহারকারীদের কাছে জনপ্রিয় হবে৷
পোস্টটি যতজন পড়েছেন : ১৩৬