স্নান সংক্রান্ত
পুকুরে নেমেছে রোদ
বৃষ্টিও নয় নিরুপায় ।
তেতলার জানলার পাশে,
কার্নিশ ভিজে যায় …
দূরে কেউ ভিজছে এখনো ?
ফেলে আসা প্রেমিকের স্মৃতি হয়ে –
তারও কি চোখের জল মিশেছে এখানে ?
পুকুরের বুকে পড়া রোদ –
ঝলকায় হাঁসেদের গায়ে ।
রেফারি
চারদিকে গল্পের আওয়াজ
কবিতার ভেতরেও নানা গল্প লেখা থাকে।
আমরা সবাই জানি। এইটুকু ।
স্বাভাবিক কবিতাও কিছু গল্প দাবী করে।
বাকিটা জানিনা যেটা –
একসাথে খেলা।
রেফারিও বাঁশি দিতে ভুলে যায়
পরিচিত পেলে !