চোখের জল মেয়েদের কাজ হাসিলের বড় অস্ত্র । সমালোচকরা বলে থাকেন এ কথা । কঠিন হৃদয় প্রেমিকের মনে ফাগুন ধরানো হোক বা শাস্তি থেকে বাঁচা, মহিলাদের ইমোশনাল ব্ল্যাকমেলিংয়ের আলটিমেট হাতিয়ার চোখের জল । চোখের জলে নাকি অনেক কিছু হাসিল করে নেয় রমণীকুল ।
অনেকে আবার বলেন, রমণীদের কান্না সৌন্দর্য ফুটিয়ে তোলার একটা টেকনিকও বটে ।
আর এটা তো সর্বজনবিদিত, কাঁদলে দুঃখ, কষ্ট থেকে হালকা হওয়া যায় অনেকটা । কিন্তু, রমণীকুলের সবাই তো আর সমান না । কারোর কারোর বুক ফাটলেও, চোখ ফাটে না ।
যাঁরা সহজে কাঁদতে পারেন না, কিন্তু, কষ্টে বুক ফেটে যায়, সে রকম রমণীদের চোখে জল আনতে বিশেষ ব্যবস্থা নিয়েছে টোকিওর একটি হোটেল । সেই হোটেলে এমন ঘরও আছে, যেখানে গিয়ে মহিলারা কেবল কাঁদবেন । হাত, পা, ছড়িয়ে কাঁদবেন । কেউ দেখার নেই । আটকাবার নেই । অফুরান, বেহিসেবি কান্না । তবে বিনে পয়সায় কিন্তু চিড়ে ভিজবে না ।