আফগান সীমান্তে পাকিস্তানি সেনার বিমান হানায় মৃত্যু হল ২০ জঙ্গির৷ শুক্রবার আফগানিস্থানের সীমান্তবর্তী খাইবার জেলায় বিমান হানা চালায় পাক সেনা৷ সেই হামলায় ২০ জন তালিবানি জঙ্গির মৃত্যু হয়েছে বলে পাক সেনা সূত্রে দাবি করা হয়েছে৷ তার মধ্যে কয়েকজন কমান্ডার রয়েছে বলেও জানা গিয়েছে৷ এই হানায় ১৮ জঙ্গি জখম হয়েছে বলেও সূত্রের খবর৷
উল্লেখ্য, কয়েকদিন আগেই দেশ থেকে সন্ত্রাস দমন করতে কড়া বার্তা দেন পাক সেনা প্রধান রাহিল শরিফ৷ তারপরই, দেশের উত্তরে তালিবানি জঙ্গিদের বিরুদ্ধে অভিযান শুরু করে পাক সেনা৷