যোগা দিবসে যোগ দেবেন নিউ ইয়র্কের ৩০,০০০ মানুষ। টাইমস স্কোয়্যারে হবে এই অনুষ্ঠান। এদিন রাষ্ট্রসংঘে দিনের সুরুতেই বক্তব্য রাখবেন সেক্রেটারি বান-কি-মুন। এছাড়া দেশ জুড়ে হবে যোগা দিবস পালন। বক্তব্য রাখবেন বিদেশমন্ত্রী সুষমা স্বরাজ।
ভিডিও-র মাধ্যমে রাষ্ট্রসংঘে যোগা দেখাবেন আর্ট অফ লিভিং-এর শ্রী শ্রী রবিশঙ্কর। টাইমস স্কোয়্যারে থাকবে সাততলা সমান উঁচু একটি স্ক্রিন। সেখানে দেখানো হবে যোগা। বান-কি-মুন জানিয়েছেন, যোগা সাধারণ জীবনযাপনে উৎসাহ দেয়।