বোকো হারাম জঙ্গির আত্মঘাতী বোমা বিস্ফোরণে রাজধানী জামেনায় মৃত্যু হল কমপক্ষে ২৭ জনের৷ সোমবার পর পর তিনটি বিস্ফোরণে কেঁপে ওঠে চাদের রাজধানী৷ পুলিশ সদর দফতর ও পুলিশের প্রশিক্ষণ স্কুলে হামলা চালায় তারা৷ নাইজেরিয়ার জঙ্গিগোষ্ঠী বোকো হারামের বিরুদ্ধে সামরিক অভিযানে চাদের ভূমিকার প্রতিশোধ নিতেই এই হামলা চালানো হয়েছে বলে মনে করা হচ্ছে৷ দুটি হামলায় আহত হয়েছেন কমপক্ষে ১০০ জন৷ নিহত ২৭ জনের মধ্যে বোকো হারামের চার আত্মঘাতী জঙ্গিও রয়েছে বলে সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে৷ পুলিশ প্রশিক্ষণ স্কুলে ফিদায়েঁ বিস্ফোরণে সবচেয়ে বেশি মানুষের মৃত্যু হয়েছে৷ আচমকাই স্কুলে ঢুকে আত্মঘাতী বিস্ফোরণ ঘটানো হয়৷ স্কুলের মাঠে জড়ো হওয়া প্রশিক্ষণার্থীদের ভিড়ে মিশে বিস্ফোরণ ঘটায় সে ৷