আচমকা ফেটে বেরিয়ে পড়েছে আগ্নেয়গিরি। ধুলো আর ধোঁয়ায় ঢেকে যাচ্ছে চারদিক। তার জেরেই গ্রাম ছেড়ে চলে যাচ্ছেন হাজার হাজার মানুষ। এমন পরিস্থিতি তৈরি হয়েছে ইন্দোনেশিয়ায়। মাউন্ট সিনাবাগ থেকে তৈরি হয়েছে এই আগ্নেয়গিরি। এটি সুমাত্রায় অবস্থিত। ৪০০ বছর ঘুমন্ত থাকার পর ২০১০ সালে প্রথম বেরিয়ে আসে অগ্ন্যুৎপাত। তখন প্রায় ৩০,০০০ মানুষকে ঘর ছাড়তে হয়েছিল।
চলতি মাসের ২ তারিখে ফের ভয়ঙ্কর আকার ধারণ করে এই আগ্নেয়গিরি। ইতিমধ্যেই ঘর ছেড়েছেন প্রায় ২,৭০০ মানুষ। মাইলের পর মাইল ছাইয়ের আস্তরণ পড়ে যাচ্ছে। মাউন্ট সিনাবাগে প্রায় ১৩০ টি আগ্নেয়গিরির মুখ আছে।