একের পর এক শহর দখলের পর এবার খাওয়ার পানির দিকে হাত বাড়াল আইএস। পশ্চিম ইরাকের আনবার প্রদেশের রাজধানী রামাদি দখলের পর সরকারি এলাকায় খাওয়ার পানি সরবরাহেও হস্তক্ষেপ করল জঙ্গিরা। শুধু তাই নয়, জঙ্গি তাণ্ডবে বেশ কিছু এলাকায় রীতিমতো পানিকষ্ট শুরু হয়েছে বলে অভিযোগ।
আন্তর্জাতিক কূটনীতিক মহলের একাংশের বক্তব্য, দেশজুড়ে জঙ্গি আগ্রাসন রুখতে ন্যাটো বাহিনীর সঙ্গেই পাল্লা দিয়ে লড়ছে ইরাকি সেনারা। মনে করা হচ্ছে, সেনাবাহিনীকে বেগ দিতেই জল বন্ধ করার চেষ্টা চালাচ্ছে তারা। চলতি বছরের শুরুতে আনবার প্রদেশের ফালুজা শহরেও একই রকম ভাবে জল সরবরাহ বেশ কিছু দিনের জন্য বন্ধ করে দেয় জঙ্গিরা। স্থানীয়দের বিক্ষোভেই অবশ্য সেই সরবরাহ ফের চালু করতে বাধ্য হয় তারা।