ওডিশার ময়ূরভঞ্জের উপর ভেঙে পড়ল ভারতীয় বায়ুসেনার ফাইটার বিমান এ৩ ৪৯২৷ তবে বিমানটি ভেঙে পড়ার আগে নিরাপদে বেরিয়ে আসতে সক্ষম হন পাইলট৷ এখনও পর্যন্ত হতাহতের কোনও খবর নেই৷
অন্যদিকে, ঝাড়খণ্ডের উপর ভেঙে পড়ে ভারতীয় বায়ুসেনার হক অ্যাডভান্স জেট ট্রেনার৷ বিমানের দুই পাইলটই নিরাপদে বেড়িয়ে আসতে সক্ষম হন৷ পশ্চিমবঙ্গের কলাইকুণ্ডা বিমান ঘাঁটি থেকে উড়ান দিয়েছিল বিমানটি৷ দুপুর দেড়টা নাগাদ ঝাড়খণ্ডের বাহারাগোড়া এলাকার উপর ভেঙে পড়ে বিমানটি৷ খবর পেয়েই তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছন ভারতীয় বায়ুসেনার উদ্ধারকারী দল৷