Sat, January 28, 2023
রেজি নং- আবেদিত

এইডস হয়েছে কিনা জেনে নিন মাত্র ১৫ মিনিটে

আপনি কি এইডস রোগে আক্রান্ত? মাত্র ১৫ মিনিটেই এবার সেই প্রশ্নের উত্তর পেতে পারেন আপনি৷ বিজ্ঞাণের দয়ায় এবার এটি সম্ভব৷ বায়ো সিওর নামের নয়া যন্ত্র তৈরি করেছেন ইউইরোপিয় স্পেশালিস্ট সিই মার্ক৷ এটির মাধ্যমে রক্ত পরীক্ষা করলেই সঠিক তথ্য জানা যাবে৷ গবেষকেরা দাবি প্রায় ৯৯.৭ শতাংশ ক্ষেত্রে এটি কার্যকরী৷

অনেকেই নিশ্চিত না হয়ে চিকিৎসক বা হাসপাতালের দ্বারস্থ হতে চাননা৷ তাদের জন্য এটি একেবারে কার্যকরী৷ বায়োসিওর ইতিমধ্যে বিক্রিও শুরু গয়ে গিয়েছে৷ এটির বর্তমান বাজার মূল্য ২৯.৯৫ পাউন্ড৷ বায়োসিওরের নিজস্ব ওয়েবসাইট www.hivselftest.co.uk  ও অপর ওয়েবসাইট www.freedoms-shop.com য়ে কিনতে পাওয়া যাবে৷

বায়োসিওরের প্রতিষ্ঠাতা ও সিইও ব্রিগেড ব্রাড জানিয়েছেন, এই নয়া যন্ত্র এইচআইভি সংক্রমণ কমিয়ে দিতেও সক্ষম৷ যদিও এই টেস্ট সাম্প্রতিক সংক্রমণকে খুঁজে বের করতে পারেন না৷ অ্যান্টিবডি উৎপত্তি হওয়ার তিনমাস পর এটিকে খুঁজতে পারে নয়া এই যন্ত্রটি৷

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email

এই সম্পর্কীত আরো সংবাদ পড়ুন

মসজিদুল হারাম ও মসজিদে নববীতে প্রশাসনিক উচ্চপদে নারীদের নিয়োগের সিদ্ধান্ত

সৌদি আরবের পবিত্র নগরী মক্কার মসজিদুল হারাম ও মদীনার মসজিদে নববীতে প্রশাসনিক উচ্চপদে নারীদের নিয়োগের

বিস্তারিত »