নিউইয়র্ক: এবার মহিলাদের গর্ভনিরোধক ট্যাবলেটের মতো পুরুষদের জন্যও জন্মনিয়ন্ত্রন ট্যাবলেট! পুরুষদের জন্য এ ধরনের জন্মনিয়ন্ত্রণ সংক্রান্ত ট্যাবলেট বানানোর জন্য অনন্ত দুটি প্রকল্পে কাজ করছেন বৈজ্ঞানিকরা। এরই একটি এইচ-২ গ্যামেন্ডাজোল।এই প্রকল্পের উদ্দেশ্য পুরুষদের শুক্রানুর বৃদ্ধি আটকানো। সাধারনত অপরিণত শুক্রানু টেস্টিসে প্রবেশের পর পূর্ণ রূপ নেয়। এইচ-২ গ্যামেন্ডাজোলে এই প্রক্রিয়ায় বাধা সৃষ্টি করা হবে।
মার্কিন যুক্তরাষ্ট্রের কানকাস মেডিক্যাল সেন্টার বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানী জোসেফ ট্যাশ জানিয়েছেন, পুরুষদের শুক্রানু না থাকলে আর মহিলাদের গর্ভসঞ্চারের সম্ভাবনাও থাকে না।
অন্য প্রকল্পটি হল জেকিউ ১। এর মাধ্যমে পুরুষদের শরীরে শুক্রানু উত্পাদনই বন্ধ রাখা সম্ভব।
যদিও পুরুষদের জন্য এ ধরনের জন্ম নিয়ন্ত্রণ ট্যাবলেট পুরোদস্তুর চালু করতে এখনও অনেক সময় লাগবে।