সেই ছবি নিজের ফেসবুক অ্যাকাউন্টেও পোস্ট করেছেন ডিক্সন। তাঁর অভিযোগ, ফ্রায়েড ইঁদুর দেওয়া হয়েছিল তাঁকে। তাঁর আরও দাবি, এ বিষয়ে ম্যানেজারকে জিজ্ঞাসা করা হলে, তিনি তা স্বীকারও করে নেন। KFC-এর বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওযার কথাও ফেসবুকে লিখেছেন ডিক্সন। এর জেরে সমালোচনার ঝড় উঠেছে সোশাল সাইটে।