অনন্ত জলিলের ‘দিন: দ্য ডে’র বাজেট ১০০ নয়, মাত্র ৪ কোটি। ১০০ কোটি টাকা বাজেটে ‘দিন- দ্য ডে’ সিনেমাটি নির্মিত হয়েছে বলে দাবি করেছিলেন অভিনেতা-প্রযোজক অনন্ত জলিল। কিন্তু চুক্তিপত্রে সিনেমাটির বাজেট উল্লেখ আছে ৫ লাখ ইউএস ডলার। বাংলাদেশের মুদ্রায় যার পরিমাণ প্রায় ৪ কোটি ৭৪ লাখ ৯৭ হাজার ৩৩০ টাকা।
সোমবার (২২ আগস্ট) সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে বাজেটের চুক্তিপত্র প্রকাশ করেন সিনেমাটির ইরানি পরিচালক মোর্তেজা অতাশ জমজম।
পরিচালক মোর্তেজা অতাশ জমজম এক বিবৃতিতে জানান, চুক্তিপত্রে সিনেমার মোট বাজেট ধরা হয়েছে ৫ লাখ ইউএস ডলার, যা ৬টি কিস্তিতে পরিচালককে পরিশোধ করার কথা অনন্ত জলিলের।
এর আগে পরিচালক জমজম জানান, তারা যে পরিকল্পনা করেছিলেন সেটি মানেননি অনন্ত জলিল। তাই ইরান ও বাংলাদেশের আদালতে অনন্তের বিরুদ্ধে মামলা করবেন বলে জানান।