Sat, January 28, 2023
রেজি নং- আবেদিত

কেয়ারিং ফাদার শাহরুখ

কারও কথায় “আমার বাবা সুপারম্যান”, তো কারও কাছে ” আমার বাবা হিরো”। তবে আব্রাম, সুহানা, আরিয়ানের কাছে ” আমার বাবা হট”।  না ‘হট বাবা’র এই খেতাব ছেলে-মেয়েদের কাছ থেকে প্রাপ্য নয়, শাহরুখ পেয়েছেন ফ্যানদের থেকে। ‘ফাদার্স ডে’-এর মরশুমে এক সংবাদমাধ্যমের চলা সমীক্ষায় বলিউডের হট ফাদার-এর তালিকার শীর্ষে উঠে এসেছে বাদশার নাম।

‘হট ফাদার’ তো অবশ্যই, তবে সেই সঙ্গে কেয়ারিং ফাদারও। বড় ছেলে আরিয়ানের কেরিয়ার গড়তে বাজি রাখতে চলেছেন কোটি টাকা। বলি-অন্দরের খবর অনুযায়ী, হলিউডি ছবি ‘বয়হুড’-এর রিমেক হতে চলেছে বলিউডে। যে ছবি দিয়ে বলিউডের পা রাখতে চলেছেন আরিয়ান। ছেলের খাতিরে এই ছবির প্রযোজক শাহরুখ নিজে।

হট, কেয়ারিং-এর পাশাপাশি ‘লাভেবেল ডাডি’ কিং। ছোট্ট ছেলে আব্রামের প্রতি বাদশার যে ভালোবাসা, সে কথা কারও বোধ হয় জানতে বাকি নেই। তবে সুনাহার কাছে শাহরুখ ‘ডাডি কুল’। মেয়ে বলে কোন বাঁধা নিষেধের বেড়া নেই সুহানার উপর।

উল্লেখ্য, হট ফাদার্সের এই তালিকায় অক্ষয়, হৃত্বিককে পিছনে ফেলে দ্বিতীয় নম্বরে রয়েছেন ফাওয়াদ খান।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email

এই সম্পর্কীত আরো সংবাদ পড়ুন

টানা দ্বিতীয়বারে ওয়ানডে বর্ষসেরা ক্রিকেটার বাবর

আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) ২০২২ সালের বর্ষসেরা ওয়ানডে ক্রিকেটার নির্বাচিত হয়েছেন পাকিস্তানের অধিনায়ক বাবর আজম।

বিস্তারিত »