আন্তর্জাতিক যোগ দিবসের ফ্যানদের প্রাপ্তিযোগ হয়েছিল তাঁর যোগের ভিডিও৷ দু’দিন যেতে না যেতে পুনম পান্ডে জানিয়ে দিলেন তাঁর ফ্যানদের তিনি এখনও অনেক সারপ্রাইজ দেবেন৷ এমনকী ৬০ বছর বয়সেও ভক্তদের জন্য বিকিনি পরে ছবি পোস্ট করবেন তিনি৷
নানা সময়ে বিতর্কের জেরে খবরের শিরোনামে থাকেন পুনম৷ ধোনিরা বিশ্বকাপ জিতলে তিনি নগ্ন হবেন বলে আগাম জানান, কিংবা লেখিকা তসলিমা নাসরিনকে নিয়ে বিতর্কিত মন্তব্য করেন- লাইমলাইট কীভাবে নিজের দিকে ঘুরিয়ে নিতে হয় জানেন পুনম৷ তবে যে যাই বলুক টুইটারে তাঁর যোগের ভিডিওই ছিল টপ ট্রেন্ডিংয়ে৷ আর তাই তাঁকে পাবলিসিটি নিয়ে কেউ খোঁটা দিলে, পালটা টিপ্পনি কেটে পুনম জানান , যাঁরা সমালোচনা করেন, তাঁরাও আসলে পাবলিসিটিই চান৷
তাঁর প্রথম ছবি ‘নাশা’ ব্ক্স অফিসে তেমন চলেনি৷ পরের ছবি ‘হেলেন’ নিয়ে বেশ আত্মবিশ্বাসী পুনম৷ নিজের অভিনয় ক্ষমতার উপরও পূর্ণ আস্থা আছে তাঁর৷ সম্প্রতি ‘হেলেন’ ছবির লুক টেস্টের ছবি ফ্যানদের জন্য শেয়ার করেছেন পুনম৷ জানিয়েছেন, তাঁর পরিচালক যেমন তাঁর উপর বিশ্বাস রেখেছেন, তিনিও তেমন বিশ্বাস করেন যে, এই চরিত্র তিনি ঠিকঠাক ফুটিয়ে তুলতে পারবেন৷
তবে অভিনয়ের বাইরেও খবরের শিরোনামে থাকা তিনি প্রায় অভ্যাসে পরিণত করে ফেলেছেন৷ আর তার ক্রেডিট পুনম দিতে চান ফ্যানদের জন্য৷ কিন্তু খোলামেলা ছবি বা ভিডিও দিয়ে কতদিন ফ্যানদের সন্তুষ্ট করতে পারবেন তিনি? এ ব্যাপারেও পুনম আত্মবিশ্বাসী৷ জানিয়েছেন ৬০ বছরেও তিনি বিকিনি পরা ছবি পোস্ট করবেন, তাঁর ফ্যানদের জন্য৷