Fri, February 3, 2023
রেজি নং- আবেদিত

করিনাকে রাতপোশাকে প্রথম দেখেছিলেন সালমান

নবাববাড়ির বেগম তিনি৷ যতই নায়িকা হোন না কেন, চরিত্রের প্রয়োজন ছাড়া ইন্ডাস্ট্রির কেউ রাতপোশাকে তাঁকে দেখবে এমনটা হতেই পারে না৷ কিন্তু তিনি নিজেই জানালেন, তাঁকে রাতপোশাকে প্রথম দেখেছিলেন ইন্ডাস্ট্রির মাত্র একজন৷ তিনি সলমন খান৷ ‘বজরঙ্গি ভাইজান’-এর ট্রেলর লঞ্চের দিনে এই স্বীকারোক্তি করিনাকাপুর খানের৷

তিনি কাপুর বাড়ির মেয়ে৷ আর পতৌদিবাড়ির বেগম৷ আভিজাত্য তাঁর সহজাত৷  সেই তাঁর মুখে এরকম কথা শুনে চমকে গেছেন অনেকেই৷ তবে কাহানি মে টুইস্ট হ্যায়৷ যে সময়ের কথা বলছেন তিনি, তখন তাঁর বয়স মাত্র ৯ বছর৷ ছবির ট্রেলর লঞ্চের দিনে পুরনো স্মৃতি রোমন্থন করছিলেন করিনা৷ সলমন খানকে দেখতে দেখতেই যে তাঁর বড় হয়ে ওঠা সে কথা জানিয়েছেন তিনি৷ সেই সলমনের ছবিতে নায়িকা হওয়া তাঁর কাছে স্পেশাল৷ এমনকী সলমন খানের সঙ্গে তাঁর সম্পর্কের কথা বোঝাতে গিয়ে করিনা জানান, তিনি যখন মাত্র ৯’ বছরের, তখন সলমন তাঁকে নাইট ড্রেসেও দেখেছেন৷

বলিউডে বহুল প্রতীক্ষিত ‘বজরঙ্গি ভাইজান’-এর ট্রেলর মুক্তি পেয়েছে সম্প্রতি৷ সলমন-করিনা কেমিষ্ট্রি এ ছবিতে  কেমন জমবে তার এক ঝলক দেখা গেছে ট্রেলরে৷ আপাতত এই জমাটি রসায়ন বড় পর্দায় দেখতে উৎসুক বলিপাড়া৷

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email

এই সম্পর্কীত আরো সংবাদ পড়ুন

পাতালরেলের নির্মাণ কাজের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

পাতালরেলের নির্মাণ কাজের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৃহস্পতিবার (২ ফেব্রুয়ারি) বেলা ১১টায় প্রধানমন্ত্রী শেখ

বিস্তারিত »