এখনও যেন বিয়ের গন্ধ ছাড়েনি গা থেকে। সময় পেলেই চলে দু’জন মিলে চলে যান বিদেশে। একান্তে কিছুটা সময় নিজেদের মতো করে কাটাতে। বোঝে কার সাধ্যি নিউলি ম্যারেড কপিল নয় এই ভালোবাসার বন্ধন ১৫ বছরের। হ্যাঁ! আমরা কথা বলছি অক্ষয় কুমার ও টুইঙ্কেল খান্নার। প্রথমে ‘বেবি’ তারপর ‘গব্বর ইজ ব্যাক’ ছবির শুটিংয়ে ব্যস্ত একদম সময় দিতে পারেনি বউকে। তাই একটু ফাঁকা হতেই ছুটি কেটাতে ফ্রান্সে কুমার দম্পতি। আর সেই ছবি পোস্ট করেছেন ট্যুইটার ওয়ালে।
সম্প্রতি মুক্তি পেয়েছে অক্ষয়ের আগামী ছবি ‘ব্রাদার্স’-এর ট্রেলর। দু’ভাইয়ের গল্প নিয়ে ছবি। এখানে অক্ষয়ের চরিত্রের নাম ডেভিড। ডেভিড একজন ফিজ়ক্সের টিচার ছিল। কিন্তু, অসুস্থ মেয়েকে সুস্থ করে তুলতে চাকরি ছেড়ে সে ফুল টাইম ফাইটার হতে চায়। ছবিতে অক্ষয়ের বিপরীতে অভিনয় করেছেন জ্যাকলিন ফার্নান্ডেজ। এছাড়া সামনেই মুক্তির তালিকায় রয়েছে ‘সিং ইজ বিলিং’ ও ‘ হেরাফেরি ৪’।