কিছুদিন আগেই হাঁটুতে অস্ত্রোপচার হয়েছে বাদশার। তাই যাতে বেশি হাঁটতে চলতে না হয় নায়কে, অথচ হাঁটুর ব্যায়াম হয়। সব কথা মাথায় রেখে, শাহরুখকে একটি বাই সাইকেল উপহার দিলেন পরিচালক রোহিত শেঠি।
শাহরুখ-কাজল জুটি নিয়ে বুলগেরিয়ায় শুরু হয়ে গিয়েছে রোহিতের আগামী ছবি ‘দিলওয়ালে’-এর শুটিংয়ে। তাই শুটিংয়ের সেটে চলাফেরার সুবিধার জন্য পরিচালকের তরফ থেকে নায়ক জন্য এই উপহার। যা পেয়ে আনন্দে উচ্ছ্বসিত বাদশা ট্যুইটারে লিখেছেন , “আজ কাজ করতে খুব ভালো লাগছে। হোটেলের লবিতে, শুটিং ফ্লোরে চলাফেরা করা এবং আমার হাঁটু সঠিক শেপে আনতে রোহিত আমাকে একটা সাইকেল উপহার দিয়েছে”।
অনেকদিন পর আবার এই ছবিতে ফুটে উঠবে শাহরুখ-কাজল কেমিস্ট্রি। শাহরুখ ছাড়াও এই ছবিতে অভিনয় করতে দেখা যাবে বরুন ধাওয়ান ও কীতি সোনানকে। এই দিওয়ালিতে মুক্তি পেতে চলেছে ‘দিলওয়ালে’।