শ্রুতি হাসানকে পিছনে ফেলে এগিয়ে গেলেন শ্রিয়া সারন। হ্যাঁ, দক্ষিণের দর্শক তো তাই জানাচ্ছেন! দক্ষিণের ‘হট’ নায়িকাদের দৌড়ে ৮৪ শতাংশ ভোট পেয়ে সবার উপরে আছেন শ্রিয়া।
সম্প্রতি একটি সমীক্ষা করা হয়েছিল, দক্ষিণের সাত ‘হট ‘ সুন্দরীদের মধ্যে সবথেকে আকর্ষণীয় কে তাই নিয়ে। সমীক্ষা শেষে দেখা গেল সবথেকে বেশী, ৮৪ শতাংশ ভোট পেয়ে শীর্ষস্থানে রয়েছেন শ্রিয়া। তাঁর পরেই দ্বিতীয় স্থানে শ্রুতি হাসান, কিন্তু শ্রুতির প্রাপ্ত ভোট মাত্রই ৬ শতাংশ। তালিকার শেষ পাঁচজন হলেন অনুষ্কা শেটি, নয়নতারা, তামান্না, তৃষা ও সামান্থা। কিন্তু শ্রিয়াঝড়ে উড়ে গেছেন প্রত্যেকেই। শেষ দুজন – তৃষা ও সামান্থার প্রাপ্ত ভোটের পরিমাণ মাত্র ১ শতাংশ! আকর্ষণীয় সুন্দরী শ্রিয়া যে দক্ষিণের দর্শকদের হৃদয়ে পাকাপাকি জায়গা করে নিতে পেরেছেন সে ব্যাপারে কোনও সন্দেহ নেই।
কিন্তু দ্বিতীয় স্থানে থাকা শ্রুতি হাসানের প্রাপ্ত ভোটের পরিমাণই বুঝিয়ে দেয় যতই তিনি বলিউডে মুখ দেখান, দক্ষিণের দর্শকদের হিসাবে শ্রিয়ার সামনে শ্রুতি কিছুই নন।