টালিগঞ্জের নায়ক দেবকে ফোন করে রীতিমতো বোকা বনে গিয়েছেন এক সাংবাদিক। দেবকে চাইলে তাকে জানানো হয়, ‘ নায়ক দেব মারা গেছেন’।
সম্প্রতি নায়ক দেবকে মোবাইল ফোনে কল দিয়ে এ অভিজ্ঞতা হয়েছে কলকাতা টাইমসের এক সাংবাদিকের। সাক্ষাৎকার নেওয়ার জন্য দেবের নম্বরে ফোন করে তার সঙ্গে কথা বলতে চান সাংবাদিকটি। ওপাশ থেকে অচেনা এক কণ্ঠ জবাব দেয়, ‘দেব মারা গেছেন। আমি তার মৃতদেহের পাশে বসে আছি এখন।’
প্রথমে হকচকিয়ে গেলেও পরে পুরো ব্যাপারটি বুঝতে পারেন সাংবাদিক। আসলে দেব তার ব্যক্তিগত ফোন নম্বরটি বদল করেছেন। আর তার পুরাতন নম্বরটি এখন ব্যবহার করছেন অন্য কেউ।
ধারণা করা হচ্ছে, দেবের ভক্ত এবং সাংবাদিকদের একের পর এক ফোন কলের জ্বালাতনে অতিষ্ঠ হয়েই এমন উদ্ভট জবাব দিয়েছেন অচেনা লোকটি।