পূর্ব ইউক্রেনের ক্রেমিনা শহর দখল করেছে রাশিয়ান বাহিনী। হামলার মুখে ইউক্রেনের সেনারা সেখান থেকে সরে গেছে। এ কথা জানিয়েছেন লুহানস্ক অঞ্চলের গভর্নর সের্হি গাইদাই। খবর প্রকাশ করেছে আলজাজিরা।
প্রতিবেদনে বলা হয়েছে, রাশিয়ার সঙ্গে যুদ্ধের আগে ক্রেমিনার জনসংখ্যা ছিল ১৮ হাজারেরও বেশি। পূর্ব ইউক্রেনের ডনবাস অঞ্চলে নতুন করে আক্রমণ শুরুর পর রুশ বাহিনীর দখল করা এটিই প্রথম শহর।
মঙ্গলবার (১৯ এপ্রিল) এক প্রেস ব্রিফিংয়ে সের্হি গাইদাই বলেন, ‘ক্রেমিনা এখন অর্কসদের (রাশিয়ান) নিয়ন্ত্রণে। তারা শহরে প্রবেশ করেছে। আমাদের রক্ষীদের প্রত্যাহার করে নিতে হয়েছে। তাদেরকে নতুন অবস্থানে পাঠানো হয়েছে এবং এখন রাশিয়ান সেনাবাহিনীর বিরুদ্ধে লড়াই চালিয়ে যাচ্ছে।’
তবে কবে রাশিয়ান বাহিনী ক্রেমিনার ওপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করেছে, সে কথা বলেননি লুহানস্ক অঞ্চলের গভর্নর। কেবল বলেছেন, তারা সব দিক থেকে আক্রমণ করেছে। সের্হি গাইদাই বলেন, ‘বেসামরিক লোকদের মধ্যে মৃতের সংখ্যা গণনা করা অসম্ভব। সরকারি পরিসংখ্যান অনুসারে, প্রায় ২০০ জন মারা গেছে। কিন্তু বাস্তবে আরও অনেক আছে।