মংচিন থান, তালতলী (বরগুনার)প্রতিনিধি : বরগুনা তালতলীর রাখাইন সম্প্রদায়ের মাঝে ২ তারিখ রোজ মঙ্গলবার দুপুর ২ টায় তাঁতীপাড়া প্রাঙ্গণে তারুম ডেভেলপমেন্ট অর্গানাইজেশন কর্তৃক প্রাণঘাতী করোনা ভাইরাসের সারাদেশের লকডাউন থাকায় তালতলী রাখাইন সম্প্রদায়ের বিভিন্ন পেশায় মানুষ কর্মহীনদের মাঝে নামেশেপাড়া এবং কবিরাজপাড়ায় ৫২ টি পরিবারের মাঝে চাল ১০ কেজি, ডাল ২কেজি, তৈল ২ লিটার ,আলু ২ কেজি, লবন ২ কেজি,মরিচ ৫০০গ্রাম, সাবান ১টি সামাজিক দূরত্ব বজায় রেখে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ আসাদুজ্জামান। রাখাইন সমাজ উন্নয়ন সংস্থা সাধারণ সম্পাদক মিস্টার মংচিন থান, নামেশে পাড়া বৌদ্ধবিহারের সভাপতি মিস্টার চোচিমং তালুকদার, সমাজসেবক মিস্টার খেলামং তালুকদার, সমাজ সেবক মিস্টার মংথিনজো ও মিস্টার জোয়েন প্রমুখ।