লকডাউন করা হয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। নিরাপত্তায় নিয়োজিত আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) ২২ সদস্যের করোনাভাইরাস আক্রান্ত হওয়ার ঘটনায় ট্রাইব্যুনাল লকডাউন করা হয়।
আজ মঙ্গলবার ট্রাইব্যুনালের প্রসিকিউশন টিমের অন্যতম সদস্য প্রসিকিউটর (প্রশাসন) জেয়াদ আল মালুম সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন, ‘ট্রাইব্যুনালের দুটি ব্যারাকে থাকা এপিবিএনের প্রায় ২২ সদস্য করোনায় আক্রান্ত হয়েছেন। এর আগে কয়েকজনকে চিকিৎসার জন্য বাইরে নিয়ে যাওয়া হয়েছিল। এখনও প্রায় ১৭ জন সদস্য ট্রাইব্যুনালের ভেতরে অবস্থান করছেন। এ কারণে পুরো ট্রাইব্যুনাল লকডাউন ঘোষণা করা হয়েছে।’
জেয়াদ আল মালুম এক ভিডিও বার্তায় বলেন, প্রশাসনিক কর্মকাণ্ড এখন ভিডিও কনফারেন্সের মাধ্যমে আপাতত পরিচালিত হচ্ছে।
প্রাণঘাতী করোনাভাইরাসের সংক্রমণে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ১৬১ জন আক্রান্ত হয়েছেন। আর এ ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন ১ জন। সুস্থ হয়েছেন মোট ১১ জন।
আনসার বাহিনী সূত্র জানায়, আক্রান্তদের মধ্যে রয়েছেন বাহিনীর উপমহাপরিচালক একজন, ৬৪ জন ব্যাটালিয়ন আনসার, ৯৪ জন অঙ্গীভূত আনসার, একজন মহিলা আনসার ও একজন নার্সিং সহকারী।
আক্রান্ত সদস্যদের মধ্যে ৫৮ জন আনসার জাতীয় সংসদ ভবনে এবং ৬৬ জন অঙ্গীভূত আনসার সদস্য ঢাকা মহানগর পুলিশের সঙ্গে কর্মরত রয়েছেন। আরো পড়ুন : দেশে গত ২৪ ঘণ্টায় আরও ৯৬৯ জনের করোনা ভাইরাস শনাক্ত