Sun, August 14, 2022
রেজি নং- আবেদিত

রাজশাহীতে আরও ১০ জনের করোনা শনাক্ত

জয়নাল আবেদিন, রাজশাহী সংবাদদাতা :  রাজশাহী বিভাগে আরও ১০ জনের করোনা সংক্রমিত কোভিড-১৯ রোগী শনাক্ত হয়েছেন। বৃহস্পতিবার থেকে শুক্রবার পর্যন্ত তারা শনাক্ত হন। এ নিয়ে বিভাগের আট জেলায় এ পর্যন্ত ১৮৫ জন শনাক্ত হলেন।

এর মধ্যে নওগাঁতেই আক্রান্তের সংখ্যা ৬০ জন। গোটা বিভাগে নওগাঁ এখন করোনার হটস্পটে পরিণত হয়েছে।

গত ২৩ এপ্রিল প্রথম নওগাঁর রাণীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এক নার্সের করোনা শনাক্ত হয়। এরপর ২ মে নওগাঁ-২ (পত্নীতলা-ধামইরহাট) আসনের সরকারদলীয় সংসদ সদস্য শহীদুজ্জামান সরকারের করোনা শনাক্ত হয় ঢাকায়। ২৮ এপ্রিল তিনি নির্বাচনী এলাকা থেকে ঢাকা যান।

 

প্রায় ৬৫ বছর বয়সী এই সংসদ সদস্যের করোনা শনাক্ত হওয়ার পর নওগাঁর শতাধিক ব্যক্তিকে কোয়ারেন্টিনে পাঠানো হয়। এদের নমুনা পরীক্ষা শুরু হলে ৫ মে একদিনেই তিন চিকিৎসক ও দুই পুলিশ কর্মকর্তাসহ ৩২ জনের করোনা শনাক্ত হয়। শুক্রবার সংখ্যাটি বেড়ে হয়েছে ৬০ জন।

 

রাজশাহী বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. গোপেন্দ্র নাথ আচার্য জানান, গত ২৪ ঘণ্টায় বিভাগে ১০ জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে চাঁপাইনবাবগঞ্জে তিনজন এবং নওগাঁয় সাতজন। এর আগের দিন ২২ জনের করোনা শনাক্ত হয়। এর মধ্যে চাঁপানবাবগঞ্জে নয়জন, নওগাঁয় চারজন, জয়পুরহাটে চারজন এবং বগুড়ায় পাঁচজন। সবমিলিয়ে এই অঞ্চলে করোনা আক্রান্তের সংখ্যা ১৮৫ জন।

তিনি জানান, এ পর্যন্ত রাজশাহী এবং নাটোরে একজন করে করোনায় মারা গেছেন। বাকিরা বাড়িতেই আইসোলেশনে আছেন। তাদের চিকিৎসা চলছে। কয়েকজন ইতিমধ্যে সুস্থতাও পেয়েছেন।

স্বাস্থ্য অধিদফতর জানিয়েছে, বিভাগের আট জেলার মধ্যে সর্বোচ্চ ৬০ জনের করোনা শনাক্ত হয়েছে নওগাঁয়। দ্বিতীয় সর্বোচ্চ ৩৮ জনের করোনা শনাক্ত হয়েছে জয়পুরহাটে। বগুড়ায় করোনা রোগীর সংখ্যা এখন ৩০ জন।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email

এই সম্পর্কীত আরো সংবাদ পড়ুন

বিশ্বে করোনা সংক্রমণ ৫৫ কোটি ছাড়ালো, মৃত্যু আরও ১৩২৬

মহামারি করোনাভাইরাসে বিশ্বে দৈনিক মৃত্যু ও সংক্রমণ দুটোই বেড়েছে। গত একদিনে ভাইরাসটিতে ১ হাজার ৩২৬

বিস্তারিত »

রেল ক্রসিংয়ের উপর পর্যায়ক্রমে ওভারপাস নির্মাণের নির্দেশ প্রধানমন্ত্রী’র

সব শহরে রেল ক্রসিংয়ের উপর পর্যায়ক্রমে ওভারপাস নির্মাণের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মঙ্গলবার জাতীয়

বিস্তারিত »

চিলির অভিযোগ খারিজ, বিশ্বকাপ খেলতে বাধা নেই ইকুয়েডরের

চিলির করা খেলোয়াড়ের জন্মস্থান ও বয়স চুরির গুরুতর অভিযোগের মুখে পড়েছিল ইকুয়েডর। লাতিন অঞ্চলের বাছাইপর্ব

বিস্তারিত »

যুক্তরাষ্ট্রে বিশেষ টুর্নামেন্ট খেলবে রিয়াল, বার্সা ও জুভেন্টাস

গতবছর ইউরোপিয়ান ফুটবলে উয়েফার বিদ্রোহী টুর্নামেন্ট হিসেবে সুপার লিগের কথা শোনা গিয়েছিল। সেই সুপার লিগের

বিস্তারিত »