Sun, August 14, 2022
রেজি নং- আবেদিত

মোদির আমন্ত্রণের প্রতিবাদে সিপিবি’র বিক্ষোভ

গ্যাস-বিদ্যুতের মূল্যবৃদ্ধি ও মুজিববর্ষের অনুষ্ঠানে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আমন্ত্রণের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করেছে বাংলাদেশের কমিউনিস্ট পাটি সিপিবি ফুলবাড়ী শাখা।

শনিবার (২৯ ফেব্রুয়ারি) বেলা ১২টায় স্থানীয় নিমতলা মোড় থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে নিমতলা মোড়ে এসে একটি পথসভা করেন।

সিপিবি’র জেলা সাধারণ সম্পাদক এসএম নুরুজ্জামান জামান পথসভায় বলেন, ‘ভারত বন্ধুরাষ্ট্র হলেও বর্তমানে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি একজন সাম্প্রদায়িক খুনি ও মৌলবাদি। তার হাতে প্রতি মুহূর্তে তার দেশের নাগরিক খুন হচ্ছে। তাই মুজিববর্ষের অনুষ্ঠানে নরেন্দ্র মোদির সফর বাতিল করার দাবি জানাই।’

তিনি আরও বলেন, ‘এই সরকার দফায় দফায় গ্যাস-বিদ্যুতের দাম বাড়িয়ে জনগণের ব্যয়ভার বৃদ্ধি করছে। অবিলম্বে গ্যাস বিদ্যুতের মূল্য কমাতে হবে।

পথসভায় সভাপতিত্ব করেন সিপিবি’র সাবেক পৌর কাউন্সিলর জয় প্রকাশ গুপ্ত। এসময় বক্তব্য রাখেন ক্ষেতমজুর সমিতির জেলা সাধারণ সম্পাদক মসলেম উদ্দিন, শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মতিয়ার রহমান।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email

এই সম্পর্কীত আরো সংবাদ পড়ুন

বিশ্বে করোনা সংক্রমণ ৫৫ কোটি ছাড়ালো, মৃত্যু আরও ১৩২৬

মহামারি করোনাভাইরাসে বিশ্বে দৈনিক মৃত্যু ও সংক্রমণ দুটোই বেড়েছে। গত একদিনে ভাইরাসটিতে ১ হাজার ৩২৬

বিস্তারিত »

রেল ক্রসিংয়ের উপর পর্যায়ক্রমে ওভারপাস নির্মাণের নির্দেশ প্রধানমন্ত্রী’র

সব শহরে রেল ক্রসিংয়ের উপর পর্যায়ক্রমে ওভারপাস নির্মাণের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মঙ্গলবার জাতীয়

বিস্তারিত »

চিলির অভিযোগ খারিজ, বিশ্বকাপ খেলতে বাধা নেই ইকুয়েডরের

চিলির করা খেলোয়াড়ের জন্মস্থান ও বয়স চুরির গুরুতর অভিযোগের মুখে পড়েছিল ইকুয়েডর। লাতিন অঞ্চলের বাছাইপর্ব

বিস্তারিত »

যুক্তরাষ্ট্রে বিশেষ টুর্নামেন্ট খেলবে রিয়াল, বার্সা ও জুভেন্টাস

গতবছর ইউরোপিয়ান ফুটবলে উয়েফার বিদ্রোহী টুর্নামেন্ট হিসেবে সুপার লিগের কথা শোনা গিয়েছিল। সেই সুপার লিগের

বিস্তারিত »