ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র আবদুল কাদেরকে নির্যাতনের মামলায় পুলিশ কর্মকর্তা হেলালউদ্দিনের তিন বছরের কারাদণ্ডের রায় বহাল রেখেছে আদালত।
মঙ্গলবার হাকিম আদালতের রায়ের বিরুদ্ধে ওসি হেলালের আপিলের শুনানি শেষে ঢাকার পঞ্চম অতিরিক্ত মহানগর দায়রা জজ জাহিদুল কবির এই রায় দেন।
আবদুল কাদেরের আইনজীবী শুভ্র সিনহা রনি জানান, হাকিম আদালতের দেওয়া রায়ের বিরুদ্ধে গত বছরের জুন মাসে আপিল করেছিলেন ওসি হেলাল।
চাকরি থেকে সাময়িক বরখাস্ত হেলাল বর্তমানে হাইকোর্ট থেকে জামিনে রয়েছেন। ঘটনার সময় তিনি খিলগাঁও থানার ওসি হিসেবে কর্মরত ছিলেন। সাময়িক বরখাস্ত হওয়ার পর তাকে রাজারবাগ পুলিশ লাইনে সংযুক্ত করা হয়।